নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দলে এক বিয়েবাড়িতে মোবাইল হাতাতে গিয়ে ধরা পড়লেন এক যুবক। সিসি ক্যামেরায় দেখা যায়, এক যুবক সিঁড়ি দিয়ে উঠে একটি ঘরে ঢুকে বাড়িরই একজনের মোবাইল ফোন নিয়ে চলে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে যায়। হাতেনাতে তাঁকে ধরে ফেলেন বাড়ির লোকেরা। এনিয়ে যুবককে জিজ্ঞাসাবাদ করা হলেও সঠিক উত্তর দিতে পারেনি তিনি। তবে বিয়েবাড়িতে ভর্তি লোকজনের মধ্যে চোরের এই সাহস দেখে সকলে তাজ্জব হয়ে যান।