নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাইক চালিয়ে এসে এক সাইকেল আরোহীর মোবাইল ছিনতাই করে পালিয়েছিল দুষ্কৃতীরা। সেই মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল বারাসত থানা। পাশাপাশি চুরির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিসের এই তৎপরতার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন মোবাইলের মালিক পূজা সাউ।
সোমবার সকালে সাইকেল চালিয়ে হৃদয়পুরের দিকে যাচ্ছিলেন পূজা। সাইকেলে ব্যাগের ভিতর রেখেছিলেন মোবাইলটি। সেটি দেখতে পায় দুই দুষ্কৃতী। তারপর দ্রুত বাইক চালিয়ে এসে চলন্ত সাইকেল থেকে সেটি ছিনতাই করে পালায়। পুলিসে অভিযোগ জানান পূজা। তদন্ত শুরুর দু’দিনের মাথায় হারানো মোবাইলটি উদ্ধার করে পুলিস। পূজা বলেন, আমি একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করি। কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাই হয়। পুলিসের তৎপরতায় ফিরে পেলাম।