ডায়মন্ডহারবার পুলিস জেলা: ১১৭ নং জাতীয় সড়ক সহ বিভিন্ন রাস্তায় বসবে ৫০০ সিসি ক্যামেরা
বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নজরদারি বৃদ্ধিতে ৫০০ সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে ডায়মন্ডহারবার পুলিস জেলার বিভিন্ন প্রান্ত। এর ফলে ১১৭ নম্বর জাতীয় সড়ক ও বিভিন্ন থানা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা নজরবন্দি থাকবে। পরিবহণ দপ্তর থেকে সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে ক্যামেরার জন্য। এর মধ্যে ২০০ জুম ক্যামেরা ও ৩০০ বুলেট ক্যামেরা বসানো হবে। জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, জেলা পরিষদ থেকে এই কাজ করা হবে। ক্যামেরাগুলি বসানো হয়ে গেলে এলাকায় নজরদারি করতে আরও সুবিধা হবে।
পৈলান থেকে একেবারে হটুগঞ্জ পর্যন্ত ডায়মন্ডহারবার পুলিস জেলার অধীনে। জাতীয় সড়ক ছাড়াও বিভিন্ন থানার মধ্যে অলিগলি ও গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও সিসি ক্যামেরা থাকলেও তা অকেজো হয়ে পড়েছে, আবার অনেক জায়গায় ক্যামেরাই নেই। ফলে নজরদারিতে সমস্যা হচ্ছিল পুলিস ও প্রশাসনের। তাই গোটা পুলিস জেলায় এই সিসি ক্যামেরাগুলি বসানোর আবেদন করা হয়েছিল সরকারের কাছে। সরকার তার অনুমোদন দিয়েছে। তবে এর বাইরে যেসব ক্যামেরা খারাপ হয়ে রয়েছে, সেগুলিও সারাই করা হবে বলে ঠিক হয়েছে।
নতুন ক্যামেরাগুলি উচ্চমানের, রাতেও স্পষ্ট ছবি তুলতে সক্ষম। পুলিস জেলার এক আধিকারিক বলেন, এর ফলে অপরাধ নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হবে। সিসি ক্যামেরা দিয়ে কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হবে সব জায়গায়। জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি পুলিসি তদন্তেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটলে, কার দোষে তা ঘটেছে, তা সহজেই নির্ণয় করা যাবে। এর ফলে ডায়মন্ডহারবার পুলিস জেলা আরও নিরাপদ ও সুরক্ষিত হবে বলে স্থানীয় বাসিন্দারা আশাবাদী। তাঁরা মনে করছেন, এই উদ্যোগ অপরাধ প্রবণতা কমাতেও সাহায্য করবে।