• বাসন্তীতে স্ত্রীকে কুপিয়ে খুন, দোষী সাব্যস্ত স্বামী
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্ত্রীকে কুপিয়ে খুনের দায়ে দোষী সাব্যস্ত হল স্বামী। বুধবার আলিপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক ইন্দ্রনীল হালদার তাঁর রায়ে বলেছেন, পারিবারিক বিবাদের জেরে স্ত্রী কবিতাকে কুড়ুল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। নির্দিষ্ট তথ্যপ্রমাণ ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে এই মামলায় মূল অভিযুক্ত স্বামী নীতীশ মণ্ডলকে (৫৫) দোষী সাব্যস্ত করা হল। আজ, বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে।

    বিশেষ সরকারি আইনজীবী কাজি খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন, খুনের ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ৮ আগস্ট, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায়। খুনের পর স্ত্রীর ক্ষতবিক্ষত দেহ প্যাকেটবন্দি করে রান্নাঘরের এককোণে রাখা হয়েছিল। সুযোগ বুঝে সেই দেহ গ্রামের কোনও ঝোপঝাড়ে বা পরিত্যক্ত জলায় ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল স্বামীর। সেই সময় কয়েকজন পরিচিত ওই ব্যক্তির বাড়িতে আসেন। তাঁরা ঘরে ঢুকে দেখেন, বারান্দার চারদিকে ছড়িয়ে‑ছিটিয়ে রয়েছে চাপ চাপ রক্ত। সন্দেহ হওয়ায় পুলিসে খবর দেন তাঁরা। পুলিস এসে স্বামীকে লাগাতার জেরা করায় ভেঙে পড়ে সে। এরপর স্ত্রীকে খুনের কথা কবুল করে। স্ত্রীর দেহ কোথায় রাখা আছে, তাও দেখিয়ে দেয় নীতীশ। পুলিস স্বামীকে গ্রেপ্তারের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিস খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে। ওই বাড়ি থেকেই পুলিস রক্তমাখা কুড়ুলটি উদ্ধার করে।

    তদন্তকারী পুলিস অফিসার সনাতন কর্মকার নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে চার্জশিট পেশ করেন। মামলায় সাক্ষ্য দেন ১৭ জন। বিচার চলাকালীন অভিযুক্ত একাধিকবার জামিনের আর্জি জানালেও বিচারক তা বাতিল করে দেন। ফলে জেল হেফাজতে রেখেই চলে অভিযুক্তের বিচার। 
  • Link to this news (বর্তমান)