• শনিবার সন্ধে থেকে নির্জলা হাওড়া, কখন স্বাভাবিক হবে পরিষেবা?
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৫
  • ফের দীর্ঘক্ষণের জন্য বন্ধ থাকতে চলেছে হাওড়া পুর এলাকার জল পরিষেবা। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত হাওড়া শহরের বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ রাখা হবে জল সরবরাহ। হাওড়া পুরসভার দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকবে জল সরবরাহ।

    জরুরি ভিত্তিতে পাইপলাইনের কিছু কাজের জন্যই জল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত পুরসভার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওড়ার ২২ নম্বর ওয়ার্ডের নটবর পাল রোড ও ইস্ট ওয়েস্ট রোডের সংযোগস্থলে জলের পাইপলাইন এবং ড্রেনেজ ক্যানেল রোড এবং কামারডাঙা রোডের সংযোগস্থলে পাইপ লাইনে আন্তংসংযোগের কাজের জন্য আগামী শনিবার ২৬ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে পরের দিন রবিবার ২৭ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত পুরো হাওড়া পুরসভার ১ থেকে ৫০ ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে।

    পাইপ লাইনের কাজের জন্যেই বন্ধ রাখা হবে জল পরিষেবা। বিজ্ঞপ্তি অনুযায়ী এই কাজে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকবে জল। ২৭ এপ্রিল সকাল ছটা থেকে সমস্ত ওয়ার্ডে পৌঁছে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুর নিগম। এই দীর্ঘ সময় জল পরিষেবা ব্যাহত থাকলে খানিক অসুবিধায় পড়বেন বাসিন্দারা। তাই আগে থেকে বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করা হলো বলে জানিয়েছেন পুরসভা আধিকারিকরা। তবে আধিকারিকদের দাবি, এই সাময়িক জল বন্ধ রাখায় বাসিন্দারা অসুবিধা ভোগ করলেও পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলে জলের সমস্যা অনেকটাই কমে যাবে এলাকায়।

  • Link to this news (এই সময়)