• তিন দিন বন্ধ থাকবে মেট্রো, ভোগান্তি এড়াতে জেনে নিন বিস্তারিত
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৫
  • ফের গ্রিন লাইনে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। তিন দিন পুরোপুরি বন্ধ থাকবে মেট্রো চলাচল। অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেমের পরীক্ষানিরীক্ষার জন্য আগামী ২৬ এপ্রিল শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম বা CBTC-র পরীক্ষা করা হবে এই তিন দিন। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে ইনস্পেকশন। এই সময়ে শিয়ালদহ মেট্রো থেকে শিয়ালদহ স্টেশনে যাওয়ার যে সাবওয়ে, তাও বন্ধ রাখা হবে। তবে ব্লু লাইনে স্বাভাবিক থাকবে পরিষেবা।

    ২৬ এপ্রিল শনিবার কলকাতায় নাইট রাইডার্সের খেলা। কলকাতায় ইডেন গার্ডেন্সে খেলা হলে রাতে স্পেশাল মেট্রো চালানো হয়। তবে শনিবার ট্রাফিক ব্লকের কারণে গ্রিন লাইন টু অর্থাৎ এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে রাতের স্পেশাল মেট্রো চালানো হবে না। যদিও ব্লু লাইনে স্পেশাল মেট্রো থাকছে।

    এর আগেও কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসি সিস্টেমের কাজের জন্য তাই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা বন্ধ রেখে কাজ করা হয়েছে।

    প্রসঙ্গত, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর কাজ শেষ হয়েছে। তবে কাজ শেষ হলেও, বেশ কিছু পরীক্ষানিরীক্ষা বাকি আছে এখনও। বিশেষ করে সিগন্যালিং সিস্টেম। গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হলে, মাত্র আধ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে হাওড়া ময়দান থেকে ১৬ কিলোমিটার দূরের সল্টলেক সেক্টর ফাইভে। তাই তার আগে দফায় দফায় চলছে পরীক্ষা।

  • Link to this news (এই সময়)