• তাপপ্রবাহে পুড়তে হবে আগামী তিন দিন, হাওয়া ঘোরাবে সপ্তাহান্তের খামখেয়ালি বৃষ্টি
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৫
  • আপাতত তাপপ্রবাহে তেতেপুড়ে একসা হওয়াই দক্ষিণবঙ্গবাসীর ভাগ্যে আছে। আজ বৃহস্পতিবারও একাধিক জেলায় তাপপ্রবাহের চোখ রাঙানি। কোনও কোনও জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে। সকাল থেকেই কলকাতায় চিটচিটে গরম আর অস্বস্তিকর আবহাওয়ার দাপট। শুধু আজই নয়, শুক্রবারও চার-পাঁচটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা শুনিয়েছে হাওয়া অফিস। তবে রবিবার থেকে ঘুরবে আবহাওয়া। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা বাতাস।

    আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতে পারে। বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায়। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও ৪০ ডিগ্রি পার করে যেতে পারে তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় যা ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে।

    শুক্রবারও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাকেই নাকাল করবে গরম। শনিবার তাপপ্রবাহে ভুগতে হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদবাসীকে।

    কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। স্বস্তি ছিনিয়ে ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে তা। বুধবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আড়াই ডিগ্রি বেশি, ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ তা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। মালদা, দুই দিনাজপুরেও গরমের অস্বস্তি বহাল থাকবে। তবে দার্জিলিং-সহ পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।

  • Link to this news (এই সময়)