• ঝাড়খণ্ড-বাংলা সীমানার শেষ গ্রামে দুষ্কৃতী তাণ্ডব, গুলিতে ঝাঁঝরা CISF জওয়ান
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৫
  • বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দুষ্কৃতী তাণ্ডব। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু সিআইএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে বুধবার, সালানপুর থানার ঝাড়খণ্ড-বাংলা সীমানার শেষ গ্রাম ডোমদহা এলাকার উপর ডাঙায়। গুলিতে আহত জওয়ানের মৃত্যু হয় হাসপাতালে। কী কারণে দুষ্কৃতীরা ওই সিআইএসএফ জওয়ানের উপর গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে পুলিশ।

    জানা গিয়েছে, মৃত CISF জওয়ানের নাম সুনীল কুমার পাসোয়ান। তিনি ঝাড়খণ্ডের মেহিজাম বাড়ুই পাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, ওই সিআইএসএফ কর্মী নিজের কেনা জায়গায় দেখার জন্য এসেছিলেন। সেই সময়ই কেউ বা কারা তার মাথায় গুলি করে চম্পট দেয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বাইক ও কিছু মদের বোতল উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেখানে মাটিতে মিলেছে প্রচুর রক্ত।

    গ্রামবাসীরা গুলি চলার আওয়াজ পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা। গুরুতর আহত অবস্থায় CISF জওয়ানকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)