• পহেলগামে হামলার প্রতিবাদে মিছিলের ডাক তৃণমূলের
    দৈনিক স্টেটসম্যান | ২৪ এপ্রিল ২০২৫
  • পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার রাজ্যজুড়ে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। হামলার ঘটনায় মৃত ২৬ জনের মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। বুধবার রাতে বিমানে করে কলকাতায় পৌঁছেছে তিনটি মৃতদেহ। তাঁদের সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। যদিও এর আগেই তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে।

    রাজ্যের তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ টি মৃতদেহ ও তাঁদের পরিবারের সদস্যদের রাজ্যে ফেরাতে সব রকম ব্যবস্থা গ্রহণ করে রাজ্য সরকার। এই গোটা পরিস্থিতি তদারকি করেছেন খোদ মুখ্যমন্ত্রী। ঘটনার নিন্দা জানিয়ে সব রকমভাবে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে জঙ্গি হামলার প্রতিবাদে ও মৃতদের আত্মার শান্তি কামনায় এ বার রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ রাজ্যের প্রতিটি জেলায় দলের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে মৌন মোমবাতি মিছিল করবেন।

    মঙ্গলবার দুপুরে জঙ্গি হামলায় রক্তাক্ত হয় কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকা। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। জখম হয়েছেন অনেকে। মৃত ও জখমদের মধ্যে বেশিরভাগই পর্যটক। এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই হামলার নিন্দা জানিয়েছেন। দলের তরফেও এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতে আজ পথে নামছে তৃণমূল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)