দিঘার মন্দিরে ভিড় নিয়ন্ত্রণে ১০০ সিভিক নিয়োগ, সিদ্ধান্ত মন্ত্রিসভার
দৈনিক স্টেটসম্যান | ২৪ এপ্রিল ২০২৫
আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। তার আগে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে বৈঠকে বসেছিল রাজ্যের মন্ত্রিসভা। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দিঘায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে যানবাহন এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক এক সপ্তাহ আগে এই নিয়োগের ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ। এই নিয়োগের কারণে পর্যটন ব্যবস্থাপনা আরও শৃঙ্খলাবদ্ধ হবে বলে আশা করছে রাজ্য প্রশাসন।
উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘাতেও জগন্নাথ মন্দির নির্মিত হয়েছে। ৩০ তারিখ এই মন্দিরেরই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির উদ্বোধনের পর স্বাভাবিকভাবেই সেখানে পর্যটকের সংখ্যা বাড়বে বলে মনে করছে রাজ্য প্রশাসন। সেই কারণে আগে থেকে প্রস্তুত থাকতে ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা মন্দির চত্বরের যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের কাজ করবে।
বুধবার নতুন এবং বিদ্যমান ১১৪টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। সিভিক ভলান্টিয়ার নিয়োগের পাশাপাশি হুগলি জেলার সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে ১২টি অতিরিক্ত প্যারামেডিকেল পদ তৈরির অনুমোদন মিলেছে। রাজ্য সরকার মনে করছে, এই অনুমোদনের কারণে আরও দ্রুত ও ভালো জরুরি চিকিৎসা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। এছাড়াও পরিবহণ বিভাগের জন্য দু’টি নতুন আইন আধিকারিক পদ তৈরির সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা।