• রাজ্যপালকে দেখতে গিয়ে হাসপাতালে মুকুলের সঙ্গে দেখা করলেন মমতা
    দৈনিক স্টেটসম্যান | ২৪ এপ্রিল ২০২৫
  • রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হাসপাতালে দেখতে গিয়ে বুধবার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুকুল রায়ের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানিয়েছেন, তিনি মুকুলের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। সামান্য চোখ খুলে মমতাকে দেখেওছেন প্রাক্তন এই তৃণমূল নেতা।

    অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যপাল। শালবনি সফরের আগে কমান্ড হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই কমান্ড হাসপাতাল থেকে তাঁকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সেখানে রাজ্যপালকে দেখতে যান মমতা। কিন্তু সিভি আনন্দ বোসের সঙ্গে কথা না হলেও তাঁর স্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওষুধ দিয়ে রাজ্যপালকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন। চার–পাঁচদিন পর তিনি স্থিতিশীল হলে তারপর পরবর্তী চিকিৎসার কথা ভাববেন চিকিৎসকরা।

    রাজ্যপাল যে হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানে ভর্তি আছেন মুকুল রায়ও। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। বুধবার হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন মমতা। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, অনেকদিন ধরে এই হাসপাতালে মুকুল ভর্তি রয়েছেন। তাই এ দিন তাঁকে দেখতে গিয়েছিলেন মমতা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)