শেখর চন্দ্র, আসানসোল: দুষ্কৃতীদের ছোড়া গুলিতে সিআইএসএফ জওয়ানের মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল আসানসোলের ডোমদহা গ্রামে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই হামলা? নেপথ্যে কে বা কারা, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম সুনীল কুমার পাসোয়ান। ঝাড়খণ্ডের মিহিজাম এলাকার বাসিন্দা তিনি। পেশায় সিআইএসএফ জওয়ান তিনি। সূত্রের খবর, সালানপুরের ডোদোহা গ্রামে জমি কিনেছিলেন তিনি। সেখানে বাড়ি তৈরির হচ্ছিল। বুধবার রাতে বাড়ির কাজ দেখতে গিয়েছিলেন সুনীল। অভিযোগ, সেই সময়ই কেউ বা কারা তাঁর মাথায় গুলি করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জওয়ান।
গুলির শব্দ পেয়ে ছুটে যান প্রতিবেশীরা। ততক্ষণে উধাও অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করা হয়েছে মদের বোতল। এদিকে দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। দ্রুতই রহস্যভেদ হবে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব মৃতের পরিবারের সদস্যরা।