মেদিনীপুরে কুবাই ওভারব্রিজ চালু হলেও তা খাড়া হওয়ায় স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সাইকেল আরোহী বা পথ চলতি মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। রেল কুবায় রেল ক্রসিং থেকে ডুকি সাবওয়ে পর্যন্ত সংযোগকারী রাস্তা করে দিক, এই দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ডুকি, তুতবাড়ি, কুড়ালগঞ্জ, আটাবাঁধা, ভুরকুড়ি, ভেলাইটিকরি, গবড়াতোড়, গুড়ায় চক, ঢোরাশোল গ্রামের লোকজন এই বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, কুবায় রেল ক্রসিং থেকে ডুকি সাবওয়ে পর্যন্ত সংযোগকারী রাস্তা নির্মাণ রেলকে করে দিতে হবে।
সেবকে বাস ও ট্রাকের সংঘর্ষ। মোট ১১ জন আহত হয়েছেন। সকলেই বাসযাত্রী। বাসটি মালবাজারের দিকে যাচ্ছিল। আহতদের মধ্যে ৬ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি ৫ জনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নিউটাউনে যুবককে পিটিয়ে খুন। গৌরাঙ্গনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এই খুন বলে অভিযোগ। নিহতের নাম সঙ্কেত চট্টোপাধ্যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে এনআরএসে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ছত্তিসগড়-তেলঙ্গনা সীমানায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে মাওবাদী ও কেন্দ্রীয় বাহিনীর গুলির লড়াই। সংঘর্ষে এখনও পর্যন্ত ৫ মাওবাদীর মৃত্যুর খবর মিলেছে। নিহত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। ছত্তিসগড়ের বিজাপুর জেলায় কারেগুট্টা পাহাড়ে গুলির লড়াই চলছে।
হাডকো ফুটব্রিজে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। বৃহস্পতিবার সকালে দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সঞ্জয় মিত্র (৩৫)। উল্টোডাঙারই বাসিন্দা ছিলেন তিনি। এ দিন গলায় নাইলনের দড়ি লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়।
সল্টলেকে দুঃসাহসিক চুরি। জিসি ব্লকের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। সূত্রের খবর, মেন গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক বিদেশে থাকেন। বাড়িটির একতলায় একটি অফিস রয়েছে। বাড়ির তলাতেই থাকেন কেয়ারটেকারের পরিবার। যদিও তাঁরা কাউকে ঢুকতে বা বেরোতে দেখেননি।
কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার নিন্দায় সরব গোটা দেশ। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, প্রত্যেকেই সরব। উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার পরিচালক আদিত্য ধর তাঁর সোশ্যাল পোস্টে লেখেন, ‘উনহে কাশ্মীর চাহিয়ে, অউর হামে উনকা সর’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ওদের কাশ্মীর চাই, আর আমাদের চাই ওদের মাথা।
সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে বৃহস্পতিবার উত্তপ্ত জম্মু-কাশ্মীরের উধমপুর জেলা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনা। ঘন জঙ্গলে ঘেরা এই এলাকায় অভিযান যথেষ্ট কষ্টকর। পহেলগামে জঙ্গিহানার আবহে নতুন করে এই তথ্য উঠে এসেছে।
গৌতম গম্ভীরকে প্রাণে মারার হুমকি। বুধবার ‘ISIS Kashmir’ তাঁকে এই হুমকি দিয়েছে বলে এএনআই-র খবর। দিল্লি পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ তথা প্রাক্তন বিজেপি সাংসদ।
বাহরিনে ৪২ বছর আটকে ছিলেন। অবশেষে নিজের দেশে ফেরার সুযোগ পেলেন কেরলের গোপালন চন্দ্রন। কাজের সূত্রে গিয়ে চার দশক ধরে বাহরিনে আটকে ছিলেন তিনি। যাঁর কাছে কাজ করতেন, তিনি মারা যান। এরই মধ্যে পাসপোর্টও হারিয়ে ফেলেন গোপালন। এ দিকে কোনও নথি না থাকায় সে দেশে আটকে পড়েন। একটি এনজিও-র হাত ধরে আইনি পথে দেশে ফিরলেন তিনি।
পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিম ভারতে আসছেন না বলে জানিয়েছেন। ২৪ মে বেঙ্গালুরুতে এক জ্যাভলিন প্রতিযোগিতা আছে। সেখানেই আরশাদকে আমন্ত্রণ জানান নীরজ চোপড়া। বুধবার তিনি জানান, আসছেন না।
কারা বেতন পাবেন, স্কুলে যাবেন, তালিকা পাচ্ছে স্কুলগুলি। চাকরিহারাদের দাবি, SSC একটি তালিকা করে বিকাশ ভবনে পাঠিয়েছে। রাজ্য শিক্ষা দপ্তর ডিআই অফিস মারফত স্কুলে পাঠাচ্ছে। এই তালিকা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে।
আজ পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এই সাত জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম চরমে উঠবে। আজ বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলায়। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে দু’ এক জায়গায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকবে। স্বাভাবিকের তুলনায় তা ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে।
দিনভর অস্বস্তিকর গরম, আর্দ্রতা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
বৈশাখের সকালে কুয়াশায় ঢাকল বাঁকুড়া। এই জেলায় দিনের তাপমাত্রা যখন ৪০ ছুঁই ছুঁই, দুপুর হলেই লু বইছে। প্যাঁচপ্যাঁচে গরমে প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার দাপটে হতবাক অনেকেই। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, সামনের জিনিসও খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল না।