মঙ্গলবার দুপুর থেকে ভূস্বর্গের ভয়ঙ্কর রূপ খবরে, সোশ্যাল মিডিয়ায় দেখে শিউরে উঠছেন সকলে। চিন্তায় ঘুম উড়েছে বনগাঁর বিশ্বাস পরিবারের। ঘরের ছেলে পরিবারকে নিয়ে যে ঘুরতে গিয়েছে ওই কাশ্মীরেই। অভিশপ্ত দুপুরে পহেলগামে না থাকলেও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির কারণে ঘুরতে গিয়ে সেখানে আটকে পড়েছে বনগাঁর প্রতাপগড়ের বাসিন্দা উদয় শঙ্কর বিশ্বাস, তাঁর স্ত্রী ও ছেলে।
সুদূর ভূস্বর্গে ঘুরতে গিয়ে আটকে ছেলে-বৌমা-নাতি, আর বনগাঁর প্রতাপনগরের বাড়িতে আর ধৈর্য রাখতে পারছেন না মা রেখা বিশ্বাস। সমানে ফোন মেসেজে তারা ঠিক আছে কি না সেই খবর পাওয়ার চেষ্টা করে চলেছেন। বনগাঁর ওষুধ ব্যবসায়ী উদয় শঙ্কর বিশ্বাস, তাঁর স্ত্রী শিলা বিশ্বাস ও ছেলে বিশ্বপ্রতাপ বিশ্বাসকে নিয়ে কাশ্মীর ঘুরতে যান। গত ১৮ তারিখ তাঁরা বাড়ি থেকে কাশ্মীরের উদ্দেশে বের হন। প্রথমে পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখে বৈষ্ণোদেবী হয়ে কাশ্মীর যাওয়ার কথা ছিল। সব ঘুরে কাশ্মীরে পৌঁছলেও, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে হোটেলেই আটকে পড়েছেন তারা। বেরোনোর চেষ্টা করলেও আটকে দিচ্ছেন সেনা জওয়ানরা বলে উদয় জানিয়েছেন বাড়িতে।
এ বার কী ভাবে কবে বাড়ি ফিরবে বিশ্বাস পরিবারের তিন সদস্য সেই চিন্তা নিয়েই আর দু চোখের পাতা এক করতে পারছেন না রেখা দেবী। তিনি বলেন, ‘এখন আর কিচ্ছু চাই না। ঘরের ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরুক।’ আতঙ্কের কাশ্মীরে এভাবে পরিবার আটকে পড়ায় এখন দুশ্চিন্তায় বনগাঁয় পরিবারের অন্যান্য সদস্যরা। নতুন করে কোনও বিপদ যাতে না হয় সেই প্রার্থনায় সকলে। ১ তারিখে ফেরার কথা ছিল উদয়-সহ গোটা পরিবারের। কিন্তু এই পরিস্থিতি সবাই চাইছেন দ্রুত ফিরে আসুক সকলে। ফোন না পেলেই নতুন করে টেনশন শুরু করছেন মা। ঘটনার কথা শোনার পর থেকেই আতঙ্কিত প্রতিবেশীরাও বারংবার খোঁজ নিচ্ছেন তাদের। কিন্তু এমন পরিস্থিতি বুকিং ছাড়া বাড়ি ফেরাটাও মুশকিল মানছেন ঘনিষ্ঠরা।