• আলটপকা মন্তব্য নয়! সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৫
  • এই সময়: নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ঘিরে মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, ‘নিজেদের এলাকায় নজরদারি বাড়ান। কোনও পক্ষই যেন আস্কারা না–পায়। এটাও ভুলে গেলে চলবে না, জনপ্রতিনিধি হওয়ার পরে আমাদের কোনও ধর্ম থাকে না।’

    সাম্প্রতিক অশান্তির জন্য তিনি মালদা ও মুর্শিদাবাদ জেলায় দলের স্থানীয় নেতাদের ব্যর্থতাকেই দায়ী করেছেন। মুখ্যমন্ত্রীর পর্যবেক্ষণ— ওই নেতা ও জনপ্রতিনিধিদের ভূমিকা সঠিক ছিল না।ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, সামশেরগঞ্জে তৃণমূলের বিধায়ক ও সাংসদের বাড়ি হওয়া সত্ত্বেও এই ঘটনা ঘটল কী করে? শুধু সরকারি সম্পত্তি বা সাধারণ মানুষের বাড়ি নয়, তৃণমূলের পার্টি অফিস ও বিধায়কের বাড়িতেও দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছিল। প্রথম থেকেই এ ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর কণ্ঠে তারই প্রতিধ্বনি শোনা গিয়েছে বলে নবান্ন সূত্রের খবর। যদিও মুখ্যমন্ত্রী মঙ্গলবারই মেদিনীপুর শহরে প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেছেন, মে মাসের প্রথম সপ্তাহের পরেই তিনি মুর্শিদাবাদ যাবেন।

    বিএসএফ-এর মদতে বাংলাদেশ থেকে লোক এনে মুর্শিদাবাদে পরিকল্পনামাফিক অশান্তি চালানো হয়েছে বলে রাজ্যের শাসকদল রাজনৈতিক প্রচার চালালেও মুখ্যমন্ত্রী রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে কিছু বলেননি। তবে সূত্রের খবর, তিনি এ দিন বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পরিষ্কার জানিয়ে দেন, ধর্মের ইস্যুকে কেন্দ্র করে জনসমক্ষে কোনও আলটপকা মন্তব্য করা যাবে না। সাম্প্রতিক অতীতে হাতে মাইক পেলেই নেতা-মন্ত্রী-বিধায়ক সমেত জনপ্রতিনিধিরা বেফাঁস মন্তব্য করেছেন।

    সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁদের সতর্ক করে বলেছেন, ‘আমরা কোনও ভাবেই কোনও বাজে মন্তব্য করতে পারি না।’ সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরীর প্রকাশ্য সমাবেশে করা বেফাঁস মন্তব্যে তিনি যে বিরক্ত, নাম না–করে তা–ও বুঝিয়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের মুখ্যমন্ত্রী জনসংযোগেরও পাঠ দেন। মন্ত্রী–বিধায়কদের বেশি করে নিজ এলাকায় নজরদারির কথাও স্মরণ করিয়ে দেন তিনি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বলেন, ‘দিদি সব করে দেবে আর আপনারা ঘুমোবেন? আপনারা কাজ না–করলে সবকিছু কি আমাকে দেখে নিতে হবে? এখন থেকে মন দিয়ে এলাকায় কাজ করুন। নজরদারি চালান। বিধানসভা ভোটে সব ঠিক হবে।’

  • Link to this news (এই সময়)