হাডকো ফুটব্রিজে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। বৃহস্পতিবার সকালে দেহটি উদ্ধার করে মানিকতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সঞ্জয় মিত্র (৩৫)। উল্টোডাঙারই বাসিন্দা ছিলেন তিনি। এ দিন গলায় নাইলনের দড়ি লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। কী কারণে এই ঘটনা, তা ময়নাতদন্তের পরই জানা যাবে।
পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে উল্টোডাঙা মেন রোড ও সিআইটি রোড মোড়ের মাঝে হাডকো ফুট ওভার ব্রিজের লোহার বিম থেকে একজন ঝুলছিলেন। হইহই পড়ে যায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মানসিক কোনও হতাশা থেকে এমন কাজ করে থাকতে পারেন ওই যুবক। পরিবারের সঙ্গে কথা বলছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ রকম ব্যস্ত সময়ে এই দৃশ্য দেখে হকচকিয়ে যান সকলে। এলাকার লোকজনের প্রশ্ন, এমন জায়গায় প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটল কী ভাবে? কখন ওই যুবক এখানে এসেছিলেন, কী ভাবেই বা তিনি এখানে গলায় দড়ি দিলেন, সবটাই বোঝার চেষ্টা করছে পুলিশ।