• জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কাশ্মীরে শহিদ বাংলার ছেলে ঝন্টু আলি শেখ
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৫
  • পহেলগামের ঘটনার পর গোটা জম্মু ও কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি। সীমান্তবর্তী এলাকাগুলিতেও বাড়তি নজরদারি রয়েছে সেনার। এর মাঝেই বৃহস্পতিবার সকালে জম্মুর উধমপুরে তল্লাশি চালানোর সময়ে জঙ্গিদের সঙ্গে সেনার সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সেখানেই শহিদ হন জওয়ান ঝন্টু আলি শেখ। তিনি ৬ প্যারা SF-এ কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটায়। সোশ্যাল হ্যান্ডলে এ কথা জানিয়ে শোকপ্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 

    বৃহস্পতিবার সকালে উধমপুরের ডুডু-বসন্তগড় এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিলেন। সেই সময়েই সেনাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে শুরু হয় গুলির লড়াই। দু’পক্ষের গুলির লড়াইয়ের সময়েই প্রাণ যায় ঝন্টু আলি শেখের।

    উধমপুর ছাড়াও জম্মু ও কাশ্মীরের অন্যান্য জায়গাতেও এ দিন তল্লাশি করা হয়। জম্মু-রাজৌরি-পুঞ্চগামীর রাস্তা, মুঘল রোডেও নজরদারি চালানো হয়। বুধবার উরি হয়ে দুই সন্দেহভাজন জঙ্গি ঢোকার চেষ্টা করলেও তাদের খতম করে সেনা।

    ২২ এপ্রিল দুপুরে কাশ্মীরের পহেলগামের বৈসরন ভ্যালিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। ২৬ জন নাগরিককে গুলি করে মারা হয়। এর পরেই কাশ্মীরের বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি শুরু হয়। বৈসরন এলাকা থেকে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

  • Link to this news (এই সময়)