• ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ, প্রসূতির মৃত্যুতে তীব্র উত্তেজনা দুর্গাপুরে
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৫
  • প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়াল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল মহিলাকে। ওই প্রসূতির নাম লক্ষ্মী মুর্মু (২২)। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় তা সামাল দেওয়ার জন্য সেখানে পৌঁছয় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশবাহিনী।

    লক্ষ্মী মুর্মু কাঁকসার বিদবিহারের সন্ধিপুরের বাসিন্দা। মৃত প্রসূতির পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা নিয়ে লক্ষ্মী ভর্তি হয়েছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বুধবার লক্ষ্মী জন্ম দেন এক সন্তানের। ওই দিন রাতে পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। সেই সময়ে তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় লক্ষ্মীর।

    তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, ওই ইঞ্জেকশন দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে লক্ষ্মীর। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, নার্সদের শাস্তির দাবি করেন তাঁরা। লক্ষ্মীর বাবা রূপচাঁদ হেমব্রমের অভিযোগ, ‘মেয়েকে ওই ইঞ্জেকশন দেওয়ার পরেই তার কাঁপুনি শুরু হয় ও পরে মারা যায়। মেয়ের মৃত্যুর পরেও আমাদের জানানো হয়নি। সকালে আমরা জানতে পারি। এর বিচার চাইছি।’

    যদিও যাবতীয় অভিযোগের পাল্টা দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার চিকিৎসক ধীমান মণ্ডল বলেন, ‘সমস্ত মৃত্যুই দুঃখজনক। ওই প্রসূতির মৃত্যুর কারণ খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

    এ দিকে হাসপাতালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা পঙ্কজ রায়। তিনি বলেন, ‘আমরা সুপারের কাছে এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। সুপার আশ্বাস দিয়েছেন তদন্ত কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। দ্রুত লক্ষ্মীর মৃত্যুর কারণ জানাতে হবে। না হলে আদালতের পথে হাঁটব।’

  • Link to this news (এই সময়)