• প্রখর গ্রীষ্মে কুয়াশার দাপট, বাঁকুড়ায় বিরল দৃশ্য
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গ্রীষ্মের তীব্র দাপটের মধ্যেও বাঁকুড়া জেলায় সকাল সকাল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় চারপাশ। স্পষ্ট দেখা যাচ্ছে না কাছের কোনও দৃশ্য। আবহাওয়ার এই বিরল অবস্থায় বিস্মিত জেলার মানুষজন। সাধারণত শীতকালে কুয়াশা দেখা গেলেও, মার্চ-এপ্রিলের মতো গরমকালে এমন দৃশ্য অত্যন্ত অস্বাভাবিক।  

    সকালের দিকে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা কমে যায় অনেকটাই। পথচলতি মানুষ, অফিসগামী কর্মী এবং স্কুলমুখী ছাত্রছাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে সকালের এই অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুল করেননি অনেকেই।  

    কিন্তু কেন এমন পরিস্থিতি? আবহাওয়া দপ্তরের প্রাথমিক অনুমান, স্থানীয় তাপমাত্রার তারতম্য, আর্দ্রতার পরিমাণ এবং হাওয়ার গতিপ্রকৃতির ফলে এই ধরনের কুয়াশা সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি জলবায়ু পরিবর্তনেরই একটি ইঙ্গিত হতে পারে।  

    স্থানীয়দের মধ্যে একজন বললেন, 'এপ্রিলে এমন কুয়াশা জীবনে দেখিনি। যেন শীতের সকাল ফিরে এসেছে।'  এই ঘটনা একদিকে যেমন বিস্ময়ের সৃষ্টি করেছে, অন্যদিকে জলবায়ু নিয়ে চিন্তাভাবনার দরজাও খুলে দিয়েছে নতুন করে।
  • Link to this news (আজকাল)