• প্রৌঢ় দম্পতির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার দেহ 
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গভীর রাতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ় দম্পতি। মর্মান্তিক ও রহস্যজনক এই ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গুঁড়ো হালদারপাড়া এলাকায়। মৃত দম্পতির নাম শক্তি হালদার (৬৫) ও সাধনা হালদার (৫৫)। তবে ঠিক কী কারণে এই আত্মহত্যা, তা নিয়ে হতবাক পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা। নবগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

    পরিবার সূত্রে জানা গেছে, শক্তি হালদার ও সাধনা হালদারের তিন ছেলেমেয়ে। তার মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। এক ছেলে অবিবাহিত। পরিবারে কোনওরকম অশান্তি বা কলহের ইঙ্গিত ছিল না বলেই দাবি প্রতিবেশীদের। তাই কীসের জন্য ওই দম্পতি আত্মঘাতী হলেন এখনও বুঝে উঠতে পারছেন না কেউই। 

    নবগ্রাম থানার এক আধিকারিক জানিয়েছেন, মৃত দম্পতির ছেলে আধা সামরিক বাহিনীতে কর্মরত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ছেলের বিয়ে ঠিক হওয়াকে কেন্দ্র করে পারিবারিক কিছু গন্ডগোল চলছিল। পুলিশের অনুমান সম্ভবত সেই অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। 

    মৃত শক্তি হালদারের ভাই ক্ষেত্রমোহন হালদার জানিয়েছেন, ‘‌বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ শরীর খারাপ হওয়ায় বৌদি আমাকে বাড়িতে দেখতে এসেছিলেন। এমনকি ছেলেকে নিয়ে নবগ্রাম হাসপাতালে যাওয়ার পরামর্শও দিয়েছিলেন। তারপর হঠাৎই রাত তিনটে নাগাদ চেঁচামেচি শুনে তাঁদের বাড়ি গিয়ে দেখি দাদা ঘরের মধ্যে এবং বৌদি বাথরুমে মৃত অবস্থায় পড়ে রয়েছেন।’‌ ক্ষেত্রমোহনবাবু আরও বলেন, ‘‌দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সুখের সংসার ছিল দাদা বৌদির। কেন হঠাৎ এই রকম একটা চরম সিদ্ধান্ত নিল তা বুঝতে পারছি না।’‌ মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন মৃত দম্পতির পরিবারের সদস্যরা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)