জোর টক্কর পড়শি রাজ্যদের, গরমে পিছিয়ে নেই বাংলার কালাইকুন্ডা, তাপমাত্রা টপকে গেল ৪৪ ডিগ্রি...
আজকাল | ২৪ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এপ্রিল শেষের মুখে, তীব্র দাবদাহে অতিষ্ট জনজীবন। নেই বাতাস, নেই বৃষ্টি, ঘরের বৈদ্যুতিক পাখার বাতাস যেন লু-হাওয়া। দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় সকাল ১০টার পর বাইরের অবস্থা আরও ভয়াবহ। ঘরের বাইরে বেরলেই সূর্যের প্রখর তাপে ঘেমে একাকার। তীব্র তাপের কারণে হতদরিদ্র দিনমজুর খেটে খাওয়া মানুষের আয়-রোজগার ব্যাপকহারে কমে গিয়েছে। কাঠফাটা রোদে মানুষের জীবন একপ্রকার দুর্বিষহ। দুপুরে পথ-ঘাট খাঁ খাঁ করছে। গরমে মানুষের পাশাপাশি পশু-পাখিরাও হাঁসফাঁস করছে। তাপমাত্রার পরিসংখ্যান, বাংলা দাবদাহে দিব্যি টেক্কা দিচ্ছে পড়শি রাজ্যদের।
প্রসঙ্গত, বুধবার সবচেয়ে বেশি গরম ছিল বাংলার কলাইকুন্ডায়। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য, বুধবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় দিনের তাপমাত্রা ছিল ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিসের তথ্য,গতকাল রাজ্যের সব জেলাকে টেক্কা দিয়েছে কলাইকুন্ডা। মৌসম ভবন কলাইকুণ্ডাইকেই এক নম্বরে রাখে। আজ সেখানে দুপুর ১২: ৩০ পর্যন্ত তাপমাত্রা পৌঁছেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
এমত অবস্থায় কী করবেন? খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। এলাকাবাসীরা বলছেন প্রচণ্ড গরমে কাজ-কর্ম করা খুব কঠিন হয়ে যাচ্ছে। গরমে রাতে ঠিকমতো ঘুমনোও যাচ্ছে না। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড তাপে ঘর থেকে বের হতে হিমশিম খাচ্ছে শ্রমিক দিনমজুর সহ খেটে খাওয়া সব শ্রেণির মানুষ। সামান্য স্বস্তির ও একটু শীতল পরিবেশের জন্য কাজের ফাঁকে তারা ছুটছে গাছের ছায়াতলে।