• নিউটাউনে যুবককে পিটিয়ে খুন? লিভ-ইন পার্টনারকে ইভটিজিংয়ের প্রতিবাদের জের
    আজ তক | ২৪ এপ্রিল ২০২৫
  • লিভ-ইন সঙ্গীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল নিউটাউনে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

    ঠিক কী ঘটেছে?

    জানা গিয়েছে, নিউটাউনের গৌরাঙ্গনগরে এক তরুণীর সঙ্গে লিভ ইন করতেন বাগুইআটির যুবক সঙ্কেত চট্টোপাধ্যায়। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সূত্রের খবর, গতকাল রাতে অশান্তির জেরে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান ওই তরুণী। রাস্তায় কয়েক জন ওই তরুণীকে কটূক্তি করেন বলে অভিযোগ। তারই প্রতিবাদ করেন সঙ্কেত। আর এর জেরেই সঙ্কেতকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই যুবককে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

    কয়েক দিন আগেই, নিউটাউনে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছিল। যে ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। নিউটাউনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই নিউটাউনেই এবার ইভিটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে খুনের অভিযোগ উঠল। আবারও নিউটাউনের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাকে গ্রেফতার করা হয়নি।


     
  • Link to this news (আজ তক)