• মুর্শিদাবাদ নিয়ে ভুয়ো প্রোফাইল, সাম্প্রদায়িক উস্কানি ঠেকাতে তৎপর পশ্চিমবঙ্গ পুলিশ
    দৈনিক স্টেটসম্যান | ২৪ এপ্রিল ২০২৫
  • একাধিক ভুয়ো প্রোফাইল থেকে সাম্প্রদায়িক উস্কানির দেওয়ার অভিযোগ। এই ঘটনায় এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ। রাজ্য পুলিশের তরফে একটি এক্স বার্তায় জানানো হয়েছে, কিছু ভুয়ো প্রোফাইল বর্তমানে নিজেদের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে দাবি করছে এবং জেলার বিভিন্ন এলাকা উল্লেখ করে নিজেদের অবস্থান বোঝাচ্ছে। সেই সমস্ত প্রোফাইল থেকে সামাজিক মাধ্যমে দেশবিরোধী মন্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত প্রোফাইলের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। সামশেরগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান সহ একাধিক জায়গায় ভাঙচুর চালানো হয়। মৃত্যু হয় তিনজনের। এছাড়া আহতও হয়েছে বেশ কয়েকজন। রাজ্য প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যেই শান্তি ফিরেছে মুর্শিদাবাদে। সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘরছাড়া পরিবারের সদস্যরাও বাড়ুই ফিরেছেন। এরই মধ্যে পরিকল্পিত ভাবে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভুয়ো প্রোফাইল থেকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে।

    অভিযোগ, এই প্রোফাইলগুলো শুধুমাত্র ভুয়ো পরিচয় তৈরি করেই থেমে থাকছে না, সেই সঙ্গে সামাজিক মাধ্যমে একের পর এক দেশবিরোধী মন্তব্য ছড়িয়ে দিচ্ছে ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। এই ধরনের কাজ সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রদায়গত ঐক্যকে বিঘ্নিত করার পাশাপাশি দেশের আইন ও সংবিধানকেও চ্যালেঞ্জ করছে বলে উল্লেখ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

    রাজ্য পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত অপচেষ্টা রুখতে তৎপর রয়েছেন তারা। এই সমস্ত প্রোফাইলের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক ভুয়ো অ্যাকাউন্ট ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। বেশ কিছু অ্যাকাউন্ট চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হচ্ছে। পুলিশের তরফে সাধারণ মানুষের প্রতি আবেদন জানানো হয়েছে, এই ধরনের উস্কানিমূলক বার্তা কোনওভাবেই যেন কেউ শেয়ার বা ফরোয়ার্ড না করেন।

    রাজ্য পুলিশের বক্তব্য, এইসব পোস্ট বা মেসেজ বিভ্রান্তি ও ঘৃণা ছড়ায়, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী। এই ধরনের আচরণ বন্ধ করতে ও সামাজিক গুজব রুখতে সক্রিয় ভূমিকা নেওয়ার আবেদন রাখা হয়েছে সাধারণ মানুষের কাছে। সন্দেহজনক প্রোফাইল বা বার্তা চোখে পড়লে তা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)