• লিভ-ইন পার্টনারকে ইভটিজিং, প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মার, মর্মান্তিক পরিণতি...
    ২৪ ঘন্টা | ২৪ এপ্রিল ২০২৫
  • নান্টু হাজরা: নিউটাউনের গৌরাঙ্গনগরে লিভ-ইন পার্টনারকে ইভটিজিংয়ের প্রতিবাদ। প্রতিবাদ করায় বেধড়ক মারধর যুবককে। মারধরের চোটে গুরুতর আহত ওই যুবকের মৃত্যু হয় হাসপাতালে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। 

    বাঁশ দিয়ে কয়েকজন যুবক পিটিয়ে মারে বলে অভিযোগ। মৃতের নাম সংকেত চ্যাটার্জি। ওই যুবক নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকায় তাঁর লিভ ইন পার্টনারের সঙ্গে থাকতেন। জানা গিয়েছে, গতকাল রাতে নিজেদের মধ্যে অশান্তি হয়। আর তার জেরে রাগ করে তরুণী বাড়ি থেকে বেরিয়ে যান। এরপরই রাস্তায় কয়েকজন যুবক এই তরুণীকে ইভটিজিং করে বলে অভিযোগ।

    সেই সময় ওই তরুণীর লিভ ইন পার্টনার সংকেত চ্যাটার্জি তার প্রতিবাদ করেন। প্রতিবাদ করার পরই তাঁর উপর চড়াও হয় ইভটিজারদের দেন। অভিযোগ, বেধড়ক মারধর করা হয় সংকেত চ্যাটার্জি নামে ওই যুবককে। গুরুতর আহত অবস্থায় এরপর তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত্যু হয় ওই যুবকের।

  • Link to this news (২৪ ঘন্টা)