সুমিত বিশ্বাস, পুরুলিয়া: কাশ্মীর থেকে ফিরলেন পুরুলিয়ার মনীশরঞ্জন মিশ্র। তবে মনে একরাশ খোলা হাওয়া, চোখে ভূস্বর্গে সৌন্দর্য মেখে নয়। বরং কফিনবন্দি হয়ে বৃহস্পতিবার সকালে নামলেন ঝাড়খণ্ডের রাঁচির বিমানবন্দরে। তাঁর এই অকালপ্রয়াণে পুরুলিয়ার ঝালদায় ১২ ঘন্টার বনধ চলছে। ঝালদার নাগরিক মঞ্চ ও ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডাকা বনধে স্বতঃস্ফূর্ত ভাবে শামিল হয়েছেন মানুষজন। সকাল থেকেই বন্ধ দোকানপাট। আজই বাড়িতে ফিরবে মণীশের দেহ।
মনীশরঞ্জন-র কফিনবন্দি দেহ বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের রাঁচির বিমানবন্দরে আসে। সেখানে সিআরপিএফ ক্যাম্পে ‘গার্ড অফ অনার’ দেওয়ার পর কফিনবন্দি মৃতদেহ ঝালদার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী। পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে আধিকারিক রয়েছেন তাঁদের সঙ্গে। ঝালদা শ্মশানে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়ার পর শেষকৃত্য সম্পন্ন হবে। আজই ঝালদায় নিহতের বাড়িতে আসবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। থাকবেন শাসক দলের নেতারাও।
কাশ্মীরে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ঝালদার যুবক তথা আইবি অফিসারের প্রাণ যাওয়ার প্রতিবাদে পুরুলিয়ার ঝালদায় ১২ ঘন্টার বনধ চলছে। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বনধ চলবে। ঝালদার নাগরিক মঞ্চ ও ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশন ডাকা এই বনধে ঝালদার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়েছেন। সকাল থেকেই দোকানপাট বন্ধ।