‘২৬-এর বদলে ২৬০টা মুণ্ড চাই’, পাকিস্তানের পতাকা পুড়িয়ে বদলার ডাক শুভেন্দুর
প্রতিদিন | ২৪ এপ্রিল ২০২৫
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পহেলগাঁও কাণ্ডের (Pahalgam Terror Attack) প্রতিবাদ। বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পোড়ালেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হুঙ্কার ছাড়লেন, “২৬-এর বদলে ২৬০ টা মুণ্ড চাই।”
পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের গুলির ঘটনায় তোলপাড় গোটা দেশ। ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বঙ্গ বিজেপি! হিন্দুদের উপর এই অত্যাচার নিয়ে ফুঁসে উঠেছেন শুভেন্দু অধিকারী। বুধবার কাশ্মীরে মৃত বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রীকে তিনি কথা দিয়েছিলেন, এর বিচার হবেই। বৃহস্পতিবার বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পোড়ালেন বিরোধী দলনেতা। অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুলে বললেন, “মোদি হ্যায় তো মুমকিন হ্যায়! ভরসা রাখুন। ২৬ এর বদলে ২৬০টা মুণ্ড চাই।” হুঙ্কার ছেড়ে বললেন, “গাজার মতো পাকিস্তানকে ধূলিসাৎ করতে হবে।”
প্রসঙ্গত, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার (Terror Attack) ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা যাচ্ছে, এই হামলার জড়িত জঙ্গিরা বেশিরভাগই বিদেশি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে চার জঙ্গির ছবি।