• লিভ ইন পার্টনারকে হেনস্তা! প্রতিবাদ করে নিউটাউনে ‘খুন’ যুবক
    প্রতিদিন | ২৪ এপ্রিল ২০২৫
  • দিশা ইসলাম, নিউটাউন: রাতের কলকাতায় ফের তরুণীকে হেনস্তা! প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে ‘খুন’ লিভ ইন পার্টনার। বুধবার গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকায়। 

    সূত্রের খবর, মৃতের নাম সংকেত চট্টোপাধ্যায়। তিনি পেশায় একজন আইটি কর্মী। গৌরাঙ্গনগর এলাকায় প্রেমিকার সঙ্গেই থাকতেন তিনি। বুধবার রাতে কোনও কারণে তাঁদের মধ্যে বচসা বাঁধে। রাগ করে তরুণী বাড়ি থেকে বেরিয়ে যান। অভিযোগ, সেই সময় রাস্তায় একদল দুষ্কৃতী তাঁকে হেনস্তা করে। এরই প্রতিবাদ করেন সংকেত। এরপরই দুষ্কৃতীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন যুবক। তখনই দুষ্কৃতীরা বাঁশ নিয়ে তাঁর উপর চড়াও হয় এবং সংকেতকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তরুণীর চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষজন। এরপরই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় সংকেতকে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত রক্তপাতের কারণেই সংকেতের মৃত্যু হয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী ঘটেছিল? তা জানার চেষ্টায় পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।  
  • Link to this news (প্রতিদিন)