• মদ খাওয়া নিয়ে অশান্তি, ছেলেকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন বাবার, চাঞ্চল্য শক্তিগড়ে
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৫
  • শক্তিগড় থানার কাশিয়ারার এলাকায় ছেলেকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল বাবা। অন্তত অভিযোগ এমনই। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজ থেকে বাড়ি ফিরে খেতে বসছিল সাধন সিং। ঠিক সেই সময়ে ছেলে সুজিত সিং (৩৪) এর সঙ্গে বচসা বাধে। এরপর বাবার খাবারের থালা ফেলে দিতেই রাগের বসে ছেলেকে কুড়ুলের কোপ মারে সে। রক্তাক্ত অবস্থায় ছেলেকে ফেলে পালিয়ে যায় বাবা। স্থানীয়রা উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাধন সিং ও তাঁর ছেলে সুজিত সিং দুজনেই খেত মজুর। মদ খাওয়া নিয়ে প্রায় তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকতো। গত বুধবার সাধন মাঠ থেকে এসে খেতে বসলে তাকে গালিগালাজ করতে থাকেন সুজিত। এমনকী সাধন সিং-এর ভাতের থালা ছুড়েও ফেলে দেয় বলেই অভিযোগ। এরপর রাগের মাথায় ঘরে থাকা একটি কুড়ুল নিয়ে ছেলের মুখে ও কপালে কোপ মারে বাবা। রক্তাক্ত অবস্থায় সুজিত লুটিয়ে পড়লে বাড়ি থেকে পালিয়ে যায় সাধন।

    এই ঘটনায় শক্তিগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতিবেশীরা। অভিযোগের ভিত্তিতে কাশিয়ারা গ্রাম থেকে সাধন সিংকে গ্রেপ্তার করে পুলিশ। চারদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আজ বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

  • Link to this news (এই সময়)