• সঙ্গে নিয়ে আসতেন কাশ্মীরের বিভিন্ন ফল, পাথরঘাটা গ্রামে এখন শুধুই শোকের হাওয়া...
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শেষবার বাড়িতে এসেছিলেন আড়াই মাস আগে। হাসিখুশি, প্রাণবন্ত ভারতীয় সেনাবাহিনীর সদস্য ঝন্টু আলি শেখ। এলাকায় পরিচিতি ঝন্টু নামে। নদীয়ার তেহট্টে পাথরঘাটার বাসিন্দা। কাশ্মীরে উগ্রপন্থীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন ঝন্টু। 

    পরিবার সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে ঝন্টুই সবচেয়ে ছোট। পরিবার নিয়ে থাকতেন আগ্রায়। সুযোগ মতো আসতেন নদীয়ার বাড়িতে। ২০০৮ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিলেন তিনি। বাবা সুবুর শেখ একসময় চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন তাঁর তিন ছেলেকে নিয়ে। বড় ছেলে এবং ছোট ঝন্টু, দু'জনেই ভারতীয় সেনায় যোগ দেওয়ার পর পরিবারটি আর্থিকভাবে ঘুরে দাঁড়ায়। মেজ ছেলে দুবাইয়ে কর্মরত। বাকি দুই ছেলের মতো ছোট ঝন্টুর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সুবুরের। ইউনিটে ফেরার পর বাবার সঙ্গে ফোনে কথা বলতেন ঝন্টু। 

    এলাকাতেও ঝন্টুর ছিল সুনাম। প্রতিবেশী ইরফান শেখ জানান, বাড়ি আসার সময় ঝন্টু কাশ্মীরের নানা ফল নিয়ে আসতেন।‌ খাওয়াতেন প্রতিবেশীদের। সামনে যে ইদ আসছে সেই ইদে বাড়ি আসার কথা ছিল। মৃত্যু সংবাদ পাওয়ার পর ঝন্টুর বাবা-মার সঙ্গে সমান শোকে কাতর এলাকার বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশীদের উপচে পড়া ভিড় তেহট্টের পাথরঘাটা গ্রামে ঝন্টুর বাড়ির উঠানে।
  • Link to this news (আজকাল)