কলকাতার কম্যান্ড হাসপাতালে নার্সিং ক্যাডার নিযুক্তিকরণ অনুষ্ঠান...
আজকাল | ২৫ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্কঃ গত ২৩ এপ্রিল কলকাতার কম্যান্ড হাসপাতালে নার্সিং ক্যাডার একাদশ ব্যাচের নিযুক্তিকরণ (কমিশনিং) অনুষ্ঠিত হল। মেজর জেনারেল কিরণ দত্ত এই অনুষ্ঠানের মূল পরীক্ষক ছিলেন। এই অনুষ্ঠানে অতিথিদের তালিকায় ছিলেন কমান্ড হসপিটাল (ইস্টার্ন কমান্ড)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল অজয়দীপ সুদ, ব্রিগেডিয়ার এমএনএস, ইস্টার্ন কমান্ডের ব্রিগেডিয়ার মিনি মাথাই-সহ অন্যরা। কৃতী ছাত্রীদের মা-বাবারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এদিন ইস্টার্ন কমান্ড-এর এক অধিকর্তা সদ্যনিযুক্ত নার্সিং অফিসারদের শপথ বাক্য পাঠ করান।
প্রথম স্থান অর্জন করায় লেফটেন্যান্ট সিমরান শর্মার হাতে রোলিং ট্রফি এবং স্বর্ণপদক দেওয়া হয়। পাশাপাশি দ্বিতীয় স্থান অধিকারী রেণুকা কুমারী খাগান্নাকে রূপোর পদক দেওয়া হয়। এছাড়া লেফটেন্যান্ট সন্ধ্যা উনিয়ালকে "সেরা অলরাউন্ড নার্সিং ক্যাডেট" হিসেবে মনোনীত করা হয়েছে। একইসঙ্গে "সেরা ক্লিনিক্যাল নার্স" হিসেবে ভূষিত করা হয়েছে লেফটেন্যান্ট কৃষ্ণেন্দু পূজারীকে।