• ঘরে ঢুকেই শুরু অত্যাচার, প্রাণে বাঁচতে মদ্যপ ছেলেকে কুড়ুলের কোপ বাবার...
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মারের হাত থেকে বাঁচতে মদ্যপ ছেলেকে কুড়ুলের কোপে মেরে ফেললেন বাবা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার কাশিয়ারা এলাকায়। জানা গিয়েছে, বুধবার রাতে এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সাধন সিংকে গ্রেপ্তার করেছে। মৃতের নাম সুজিত সিং(৩৫)। তার বাড়ি শক্তিগড় থানার কাশিয়ারা গ্রামে।

    জানা গিয়েছে, বুধবার কাজ সেরে ভাত খেতে বসেছিলেন মৃতের বাবা সাধন সিং। সেই সময় তাঁর মদ্যপ ছেলে এসে অশান্তি করে বাবার ভাতের থালা ফেলে দেয়। রাগের মাথায় উঠোনের পাশে থাকা কুড়ুল দিয়ে ছেলেকে বেশ কয়েকবার কোপ মারেন সাধন। ঘটনায় গুরুতর জখম হয় সুজিত। জানা গিয়েছে, সেই সময় বাড়িতে কেউই ছিল না।

    কুড়ুলের কোপ মেরে সুজিতের বাবা বাইরে চলে যান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় সুজিতকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যান। সন্ধ্যা ৬টা নাগাদ তাঁকে বর্ধমান মেডিক্যালের জরুরি বিভাগে ভর্তি করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনই রাত ৮টা নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

    ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত সাধন সিংকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। মৃত সুজিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সাধনের ভাইপো বিজয় সিংহ জানান, ‘জেঠুর ছেলের মদের নেশা ছিল। প্রায়ই মদ খেয়ে বাড়ি এসে অশান্তি করত। বুধবার খেতে বসার সময় ভাতের হাঁড়ি, থালা ফেলে দেয় বলে শুনেছি। মনে হচ্ছে, সেই সময় রাগের মাথায় জেঠু এই ঘটনা ঘটিয়েছে’।
  • Link to this news (আজকাল)