• সপ্তাহান্তে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো, সোমবারেও বন্ধ পরিষেবা, কারণ কী?...
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ সপ্তাহান্তে এবং পরের সপ্তাহের প্রথম দিনে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ওই তিনদিন বন্ধ থাকবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল। স্বাভাবিক ভাবেই, ওই লাইনে মেট্রো যাতায়াতকারীরা সমস্যায় পড়বেন।  

    কিন্তু কেন এই সিদ্ধান্ত? কারণ হিসেবে জানানো হয়েছে সিগন্যালিং সংক্রান্ত কাজ চলবে, সেই কারণেই তিনদিন বন্ধ থাকবে পরিষেবা। শনিবার রাতে ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ম্যাচের পর গ্রিন লাইন-২-এ বিশেষ মেট্রো পরিষেবা চালু থাকবে কি না প্রশ্ন উঠছিল তা নিয়েও। জানা গিয়েছে ওই বিশেষ মেট্রোও  চলবে না। 

    ব্লু লাইনে তিনদিনই মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পার্পেল লাইনে ও অরেঞ্জ লাইনে ২৮ এপ্রিল, সোমবার মেট্রো চলাচল থাকবে স্বাভাবিক।
  • Link to this news (আজকাল)