• দুই সন্তানের মায়ের সঙ্গে প্রেম, বাবা আপত্তি করতেই কোদালের কোপ ছেলের!
    প্রতিদিন | ২৫ এপ্রিল ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভাঙড়ে ছেলের হাতে খুন বাবা! বিবাহিত মহিলার সঙ্গে ছেলের সম্পর্ক মেনে নিতে না পারায় খুন বাবা। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আবেদ আলি মীর। বয়স ৭৫। তিনি বরালি মল্লিক পাড়ার বাসিন্দা। অভিযোগ, রশিদের সঙ্গে এক মহিলার বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে। তিনি দু’সন্তানের মা। এই সম্পর্ক মেনে নেয়নি রশিদের বাবা আবেদ আলি মীর। তা নিয়ে বাবা-ছেলের মাঝে মধ্যেই ঝামেলা হত। এই আবহে কয়েকদিন আগে রশিদ ওই মহিলার সঙ্গে অন্যত্র গিয়ে থাকতে শুরু করেন।

    তবে বুধবার রাতে বাড়ি ফির আসলে বাবা-ছেলের বিবাদ চরমে পৌঁছয়। আবেদ আলি প্রতিবাদ করতেই তাঁকে কোঁদালে বাট দিয়ে আঘাতের অভিযোগ ওঠে। রক্তাক্ত আবেদকে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

    এই ঘটনার পর খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় ছেলে রশিদকে। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করলে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)