বাগুইআটিতে ট্রলি ব্যাগ বন্দি দেহ উদ্ধারের ঘটনায় অবশেষে রহস্যের কিনারা। মিলল ব্যাগ বন্দি তরুণীর পরিচয়। মৃত তরুণীর নাম রিয়া ধর। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁকে খুনের অভিযোগে ধৃত মার্চেন্ট নেভি অফিসার কৌশিক প্রামাণিক। পুলিশ সূত্রে খবর, কৌশিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রিয়া। তার পরই এই ভয়াবহ পরিণতি। কেন এই খুন তা জানতে অভিযুক্তকে জেরা করছে পুলিশ।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের বাসিন্দা রিয়া ধর বিবাহিতা। তাঁর দুই সন্তানও রয়েছে। তরুণীর স্বামী জানিয়েছেন, মার্চেন্ট নেভি অফিসার কৌশিকের সঙ্গে ফেসবুকেই পরিচয় রিয়ার। দু’জনের মধ্যে যে কোনও সম্পর্ক গড়ে উঠেছে তাও জানতেন তরুণীর স্বামী বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে, বারাসতের বাসিন্দা কৌশিক প্রামাণিক। তিনিও বিবাহিত তবে তাঁর ডির্ভোসের মামলা চলছে।
পুলিশ সূত্রে খবর, ১৫ দিন আগে মুর্শিদাবাদ থেকে কৌশিকের সঙ্গে বারাসত চলে আসেন রিয়া। এদিকে কয়েকদিন ধরে তরুণীকে না খুঁজে পেয়ে অবশেষে ২২ এপ্রিল নবগ্রাম থানায় রিয়া ধরের অপহরণ হওয়ার অভিযোগ করে পরিবার। অভিযোগে দেওয়া তরুণীর বর্ণনার সঙ্গে ট্রলি ব্যাগের মৃতার বিবরণ মিলতেই হয় রহস্যের কিনারা। সেখান থেকেই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ। তাঁরা এসে দেহ শনাক্ত করে। পুলিশ একইসঙ্গে কৌশিকের কথা জানতে পারে।
এর পরই বারাসতে কৌশিক প্রামাণিকের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, রিয়ার প্রাণহীন দেহ ট্রলি ব্যাগে ভরে কৌশিকই বাগুইআটিতে ফেলে এসেছিল। প্রতিবেশিপাড়ায় একসময় ভাড়া থাকত সে। তাই কোথায় লোকজন কম, সিসিটিভি নেই, সেই ধারণা ছিল তার। তাই ট্রলি ব্যাগে দেহ সেখানে ফেলার সময় কারও নজরে পড়েনি সে। তবে কী কারণে তরুণীকে খুন, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।