• কাশ্মীরে গিয়ে প্রাণ হারালেন বীরভূমের পরিযায়ী শ্রমিক
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৫
  • রক্তাক্ত কাশ্মীরে প্রাণ গেল বাংলার আরও এক বাসিন্দার। তবে জঙ্গিদের গুলিতে নয়, বাংলা থেকে কাশ্মীরে কাজে গিয়ে মৃত্যু হল বীরভূমের এক পরিযায়ী শ্রমিকের। তিনি বীরভূমের সিউড়ী থানার কেন্দুয়া দাসপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর নাম ছোট্টু মাহারা।বৃহস্পতিবার কাশ্মীর থেকে পরিযায়ী শ্রমিকের দেহ এসে পৌঁছাল তাঁর গ্রামে।

    গত শুক্রবার বরফ কেটে রাস্তা তৈরির কাজের জন্য কাশ্মীরে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক ছোট্টু মাহারা। ২৮ বছর বয়সি এই শ্রমিক প্রথমে যান শ্রীনগরে। সেখানে পৌঁছে পরিবারকে খবরও দিয়েছিলেন তিনি। তার পরই তাঁর সঙ্গে আর যোগাযোগ হয়নি বলে জানিয়েছে ছোট্টুর পরিবার। শ্রীনগরে পৌঁছনোর পর তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সকলের। যে দলের সঙ্গে ছেলেটি কাজে গিয়েছিল সেই দলের লোকেদের ফোন করা হলে তাঁরা পরে জানায় যে ছোট্টুর মৃত্যু হয়েছে।

    পরিবারের অভিযোগ, কিছু খারাপ হয়েছে কাশ্মীরে। ছোট্টুকে খুন করা হয়ে বলে অভিযোগ তাঁর পরিবারের। মৃতের মা কল্পনা মাহারার দাবি, ‘গত শুক্রবার কাজের জন্য নিয়ে যাওয়া হয় ছোট্টু মাহারাকে । তারপর থেকেই তাকে আর ফোনে পাওয়া যায়নি । কাশ্মীরে নিয়ে যাব বললেও জম্মুতে তাকে হোটেলে রাখা হয়েছিল। খাবার খাওয়ার পর তার বুক জ্বালা করছিল। ওখানে অন্য কারও কিছু হলো না আমার ছেলেরই কেন মৃত্যু হল।’ স্থানীয় লালন শেখের সঙ্গেই কাশ্মীরে কাজ করতে গিয়েছিল ছোট্টু। পরিবারের অভিযোগের ভিত্তিতেই লালন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

  • Link to this news (এই সময়)