সেভকের দশ মাইলে মুখোমুখি সংঘর্ষ ট্রাক-বাসের, জখম ১০
বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মালবিহীন ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল বাস! বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ১০ নম্বর জাতীয় সড়কের আট মাইলের কাছে। ট্রাক ও বাসের চালক সহ জখম হন ১০ জন। এর জেরে সিকিম, কালিম্পং ও ডুয়ার্সগামী সংশ্লিষ্ট রাস্তা বেশ কিছুক্ষণ অবরুদ্ধ ছিল। বেপরোয়াভাবে ট্রাক চলায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে পুলিসের সন্দেহ। ভয়াবহ এই ঘটনার পর ট্রাফিক পুলিসের নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। যদিও পুলিসের দাবি, নজরদারি ও সচেতনতায় কোনও খামতি নেই।
শিলিগুড়ি শহর থেকে কালিম্পং, সিকিম ও ডুয়ার্সে যাওয়ার অন্যতম রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে সামসিং যাচ্ছিল যাত্রী বোঝাই বেসরকারি বাসটি। ভক্তিনগরের আট মাইলের কাছে বাসের সামনে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা ট্রাকটি। এতে রাস্তয় উল্টে পড়ে বাসটি। বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। রাস্তার পাশে ছিটকে পড়ে ট্রাকটি। সেটিরও সামনের অংশ চ্যাপ্টা হয়ে যায়। বাস ও ট্রাকের চালক ছাড়াও আটজন যাত্রী জখম হন। তাঁদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলেন, সেভক থেকে সমতলের দিকে প্রচণ্ড গতিতে আসছিল ট্রাকটি। বেপরোয়াভাবে পরপর কয়েকটি গাড়িকে ওভারটেক করে বাসের সামনে ধাক্কা মারে। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ওই দুর্ঘটনা নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ট্রাকটি বেপরোয়াভাবে চলছিল।
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর জাতীয় সড়কের সংশ্লিষ্ট এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলের দু’পাশে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। এরজেরে পাহাড় ও ডুয়ার্সগামী যাত্রীরা এবং পাহাড় থেকে সমতলে নেমে আসা পর্যটকরা দুর্ভোগে পড়েন। ভক্তিনগর থানার এবং শালুগাড়া ট্রাফিক গার্ডের পুলিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, পুলিসের নজরদারির অভাবেই ট্রাক সহ বিভিন্ন যানবাহন বেপরোয়াভাবে চলাচল করছে। ডেপুটি পুলিস কমিশনার (ট্রাফিক) অবশ্য বলেন, বেপরোয়া যান চলাচল রুখতে নিয়মিত সচেতনতামূলক অভিযান ও জরিমানা করা হচ্ছে। এ ব্যাপারে আরও জোর দেওয়া হবে। নিজস্ব চিত্র।