সন্দীপন দত্ত, মালদহ: গ্রীষ্মের দাবদাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। গরম উপেক্ষা করেই দিনভর সৌরভ উন্মাদনায় মেতে উঠল ইংলিশবাজার শহর।
বৃহস্পতিবার একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে মালদহে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে ডিএসএ ময়দান, তারপর সেখান থেকে মালদহ ক্লাবের একটি অনুষ্ঠানে যোগদান করেন তিনি। বিকেলে হোয়াইট ইলেভেন আয়োজিত ক্রিোকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করে কলকাতা ফিরে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। টুর্নামেন্টের অন্যতম আয়োজক গৌতম দাস বলেন, বৃহস্পতিবার হোয়াইট ইলেভেন এর পরিচালনায় প্রদীপ কর মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং দুলাল সরকার রানার্স কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় শিলিগুড়ির মুখার্জি চ্যালেঞ্জার্স। রানার্স হয়েছে মুজফফরপুরের একটি দল।
এই টুর্নামেন্ট নিয়ে মানুষের একটা উন্মাদনা ছিলই। কিন্তু এদিন মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি। এদিন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স টিমের হাতে পুরস্কার তুলে দেন সৌরভ। উপস্থিত ছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পূর্বরেলের মালদহ ডিভিশনের ডিআরএম সহ অন্যরা।
হোয়াইট ইলেভেনের পরিচালনায় ১৩ এপ্রিল থেকে শুরু হয় মালদহের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট অংশগ্রহণ করে বাংলা এবং বিহারের বেশ কয়েকটি দল। চ্যাম্পিয়ন টিমকে ২ লক্ষ টাকা এবং রানার্সকে ১ লক্ষ টাকা পুরস্কার সহ ট্রফি দেওয়া হয়। নিজস্ব চিত্র