• এবারই প্রথম এমজেএনের পড়ুয়ারা নিজের কলেজে ইন্টার্নের সুযোগ পাচ্ছেন
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজের ৫৩ জন ইন্টার্ন এবার হাউসস্টাফশিপে যোগ দেবেন। কোচবিহারে মেডিক্যাল কলেজ স্থাপন হওয়ার পর এবারই প্রথম এই কলেজের পড়ুয়ারা ইন্টার্ন পাশ করে এখানেই হাউসস্টাফ হিসেবে কাজে যোগ দিচ্ছেন। এই ব্যাচের মোট ৯৭ জন ডাক্তারি পড়ুয়ার মধ্যে ৫৩ জন এই সুযোগ পাচ্ছেন। এতদিন অন্যান্য মেডিক্যাল কলেজের ইন্টার্ন পাশ ডাক্তারি পড়ুয়ারা হাউসস্টাফশিপের সুযোগ পেতেন। এবার এই কলেজেই যেহেতু ইন্টার্নরা পাশ করে বের হচ্ছেন তাই তাঁরাই এই সুযোগ পাচ্ছেন। এর আগে এখানে ৩৮ জন ইন্টার্ন হাউসস্টাফশিপের সুযোগ পেতেন। এবার তা বেড়ে ৫৩ হয়েছে। এর ফলে কোচবিহার মেডিক্যাল কলেজে চিকিৎসা ব্যবস্থা আরও কিছুটা উন্নত হবে বলে মনে করা হচ্ছে। মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল বলেন, ইন্টার্ন ব্যাচের সময় আগামী ১ মে শেষ হয়ে যাচ্ছে। ওঁদের থেকেই এবার হাউসস্টাফ নেওয়া হবে। ৯৭ জনের মধ্যে ৫৩ জনকে নেওয়া হবে। সেই প্রক্রিয়া চলছে। ২ মে থেকে তাঁরা কাজ শুরু করবেন। আগে বাইরে থেকে হাউসস্টাফ নিতে হতো। এবারই প্রথম আমাদের কলেজেরই পড়ুয়ারাই হাউসস্টাফশিপের কাজ করবেন। যাঁরা এখানে সুযোগ পাবেন না তাঁরা অন্য জায়গা থেকে করতে পারবেন। আগামী ২৯ এপ্রিল ইন্টারভিউ হবে। কোচবিহার মেডিক্যাল কলেজ স্থাপন হওয়ার পর থেকে এখানে পরপর চারটি ব্যাচে ভর্তি হয়েছে। পঠনপাঠন চলছে। কলেজের পরিকাঠামো বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্নাতকোত্তর স্তরের পঠনপাঠনের জন্য ১০ তলা বিল্ডিং বানানো হচ্ছে। সেইসঙ্গে নতুন আউটডোর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচুর উন্নত যন্ত্রপাতি আনা হয়েছে। ল্যাবরেটরি সহ কোভিড বিল্ডিং নির্মাণের মতো একাধিক কাজ হচ্ছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)