সংবাদদাতা, ময়নাগুড়ি: বৃষ্টির জল জমে কার্যত পুকুর হয়ে গিয়েছে ময়নাগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা। ক্ষুব্ধ এলাকার বাসিন্দা থেকে শুরু করে পথচারীরা। অভিযোগ, ওই রাস্তাটি বহুদিন ধরেই বেহাল। শুধু ১৬ নম্বর ওয়ার্ডই নয়, পাশের দক্ষিণ খাগড়াবাড়ি, হঠাৎ কলোনি, গোবিন্দনগর এমনকী জল্পেশের লোকজনও রাস্তাটি ব্যবহার করেন। বেহাল দশার কারণে টোটোচালকরা আসতে চান না। অল্প বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন অংশ কার্যত পুকুরের চেহারা নেয়। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি উঠেছে।
স্থানীয় বাসিন্দা পেশায় আইনজীবী অনন্ত দে বলেন, এই রাস্তার পরিস্থিতি খুব খারাপ। যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। একটি হাইস্কুল ও একটি প্রাইমারি স্কুলের পড়ুয়ারা এই রাস্তাটি ব্যবহার করে। পিচ, বোল্ডার উঠে গিয়ে বড় বড় গর্ত হয়েছে। আমরা চাই, অবিলম্বে রাস্তাটি সংস্কার করুক পুরসভা।
শহিদগড় হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক দীপক চক্রবর্তী বলেন, আমরা এই রাস্তা দিয়েই স্কুলে আসি। পড়ুয়ারাও এই রাস্তা ব্যবহার করে। ভাঙা রাস্তায় টোটোর যন্ত্রাংশ নষ্ট হবে জানিয়ে টোটোচালকরা আসতে চান না। আমরা চাই, রাস্তাটির সংস্কার করুক কর্তৃপক্ষ।
শহিদগড় হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সায়ক রায়, বর্ণালী রায় বলেন, এখন মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। রাস্তায় জল জমেছে। কোনও টোটো কিংবা বাইক, গাড়ি গেলে ইউনিফর্মে কাদা জল ছিটে আসে।
১৬ নম্বর ওয়ার্ডের এই রাস্তাটি প্রায় এক কিমিজুড়েই বেহাল। শেষ কবে রাস্তা সংস্কার করা হয়েছিল, মনে নেই স্থানীয়দের। বাসিন্দাদের সমস্যার ব্যপারে ওয়াকিবহাল স্থানীয় কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের ললিতা রায়। তিনি বলেন, রাস্তাটি সংস্কারের ব্যাপারে পুরসভায় আলোচনা হয়েছে। ফের একবার পুরসভার নজরে আনব। আশা করছি, দ্রুত সংস্কার হবে।