গাজোল স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজাতে উদ্যোগ
বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজাতে উদ্যোগ নিল প্রশাসন। বহির্বিভাগ, ব্লাড কালেকশন সেন্টার এবং উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ করা হবে। সেজন্য বৃহস্পতিবার দুপুরে ব্লক প্রশাসনের তরফে হাসপাতালের বিভিন্ন ফাঁকা জায়গা পরির্দশন করা হয়। জায়গা মাপজোখের সময় উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজোল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুমন দাঁ সহ অন্যরা।
বিডিও বলেন, হাসপাতালে চিকিৎসকদের বসতে কষ্ট হয়। সাধারণ মানুষেরও অসুবিধা হয়। আমরা বিষয়গুলি নিয়ে মিটিং করেছিলাম। সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষরা ছিলেন। সকলের সিদ্ধান্ত অনুয়ায়ী বহির্বিভাগ, ব্লাড কালেকশন সেন্টার এবং উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন হবে। এক ছাদের তলায় সব সুযোগ সুবিধা মিলবে। এস্টিমেট করে রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হবে।
দেড় বছর আগে মালদহে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজোলে স্টেট জেনারেল হাসপাতালে ভার্চুয়াল উদ্বোধন করেন। তার আগে চিকিৎসা কেন্দ্রটি গ্রামীণ হাসপাতাল ছিল। বর্তমানে ওই স্টেট জেনারেল হাসপাতালের উপর ব্লকের ১৫ টি গ্রাম পঞ্চায়েতের মানুষ নির্ভরশীল। পাশের জেলা এবং ব্লকের ইটাহার, রতুয়ার একাংশ মানুষ হাসপাতালে আসেন। কিন্তু সেখানে বহির্বিভাগ ভবন নেই। পাঁচ বছর ধরে সিজার বন্ধ হয়ে রয়েছে। হাসপাতালের তিন তলায় অস্থায়ীভাবে বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।
সুপার অঞ্জন রায় বলেন, হাসপাতালের ওয়ার্ডে বহির্বিভাগ চালু রয়েছে। চাপ বাড়লে সেখানে রোগীদের রাখার পরিকল্পনা নিয়েছি। বহির্বিভাগ জন্য নতুন ভবন সহ বিভিন্ন কাজের জন্য এদিন জায়গা পরির্দশন করা হয়েছে। আমরা চাইছি এখানে সিজার পরিষেবা চালু হোক।