খেজুরিতে পালিত হল স্বাধীনতা সংগ্রামী আভা মাইতির জন্মদিবস
বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, হলদিয়া: স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত আভা মাইতির ১০৩তম জন্মদিবস পালিত হল। হলদিয়ার আভা মাইতি স্মৃতি রক্ষা সমিতি উদ্যোগে তাঁর পৈতৃক বাড়ি খেজুরির কলাগেছিয়ায় এই অনুষ্ঠান হয়। কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠ অডিটোরিয়ামে ‘স্মরণে মননে প্রণম্য আভা’ বই প্রকাশিত হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আভাদেবীর পিতা নিকুঞ্জবিহারী মাইতি। স্বাধীনতা সংগ্রামে নিকুঞ্জবিহারীবাবুর বড় অবদান রয়েছে। কলাগেছিয়া স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জন্মদিনের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হয়। বইটির উদ্বোধন করেন শান্তানন্দজি মহারাজ। স্মৃতি রক্ষা সমিতির সভাপতি অনিমেষ মাইতি এবং সম্পাদক সুজনকুমার বালা বলেন, স্বাধীনতা সংগ্রামী আভা মাইতির জীবনী ও কর্ম নিয়ে প্রণম্য আভা বইটি প্রকাশ করা হয়েছে। তাঁর জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সমিতি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নৃত্য, সঙ্গীত ও বক্তব্যে সবাই প্রশংসা করেন। সমিতির পক্ষ থেকে বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে এবং কলাগেছিয়া বাজারে আভা মাইতির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। মিলনী মহাবিদ্যালয় ও কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠকে আভা মাইতির প্রতিকৃতি প্রদান করা হয। প্রণম্য আভা বইতে মোট ৪৭জন তাঁর সম্পর্কে কলম ধরেছেন। -নিজস্ব চিত্র