• বেলদায় বইমেলা ঘিরে ভালো সাড়া
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বেলদা: বইয়ের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে দীর্ঘ ১৫বছর ধরে বেলদায় বইমেলার আয়োজন করে আসছে বেলদা বুক ফেয়ার অ্যাসোসিয়েশন। গত শুক্রবার ১৮এপ্রিল পঞ্চদশ বইমেলার উদ্বোধন হয়। চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। উদ্বোধন করেন রহড়া রামকৃষ্ণ বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক স্বামী কবীশ্বরানন্দ মহারাজ। উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। এবারের বইমেলায় বিভিন্ন প্রকাশনীর প্রায় ৩০টির বেশি স্টল রয়েছে। প্রতিদিন বইমেলার সাংস্কৃতিক মঞ্চে পথ নিরাপত্তা, সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা সহ নানা ধরনের আলোচনা সভা আয়োজন করা হয়। কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী ও বিখ্যাত সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর জন্মশতবর্ষ নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি থাকছে ক্যুইজ কনটেস্ট, ম্যাজিক শো সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। যাতে অংশগ্রহণ করে বেলদা সহ আশপাশের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। বিগত বছরগুলিতে এই বইমেলার উদ্বোধনে এসেছিলেন ভবানীপ্রসাদ মজুমদার, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, আবুল বাশার সহ বহু বিশিষ্টরা। মেলা কমিটির যুগ্ম সম্পাদক অশোককুমার চন্দ ও অরুণকুমার দেব বলেন, বর্তমান ছাত্র সমাজে মোবাইলের প্রতি ঝোঁক বাড়ছে। স্মার্টফোনের কারণে বই থেকে মুখ ফেরাচ্ছে সাধারণ মানুষ। সেখানে তাদের বইমুখী করতে এধরনের বইমেলার আয়োজন করা হয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)