দীঘা থেকে তারাপীঠ ও বহরমপুরে বাস পরিষেবা চালু এসবিএসটিসির
বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, কাঁথি: সপ্তাহ ঘুরলেই সৈকতশহর দীঘায় বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে নতুন দু’টি রুটের সরকারি বাস পরিষেবার সূচনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের কাছে খুশির খবর। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দীঘা ডিপো থেকে দীঘা-তারাপীঠ ও দীঘা-বহরমপুর, এই দুই রুটের দু’টি বাস পরিষেবার সূচনা করেন মন্ত্রী। তিনি সবুজ পতাকা নেড়ে বাস পরিষেবার সূচনা করেন। উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি, অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল।
উল্লেখ্য, আগামী ৩০এপ্রিল অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। বর্তমানে প্রতিদিনই সুসজ্জিত জগন্নাথ মন্দির দেখতে বন্ধ গেটের সামনে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক ও উৎসাহী মানুষজন। স্বাভাবিকভাবে উদ্বোধনের দিন থেকেই পর্যটক সহ পুণ্যার্থীদের ব্যাপক ঢল নামবে দীঘায়। পর্যটকদের দীঘায় আসার সুবিধার জন্য পরিবহণ দপ্তরের পক্ষ থেকে এই দুই রুটের বাস পরিষেবা চালু করা হল। এতে দুই জেলার মানুষজনের দীঘায় আসতে সুবিধা হবে।
এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, দীঘা-তারাপীঠ রুটের সরকারি বাস দীঘা থেকে ছাড়বে ভোর ৫টায়। যা কলকাতা হয়ে তারাপীঠ পৌঁছবে বিকেল ৪টেয়। পরদিন ভোর ৪.৪০ মিনিটে ফের তারাপীঠ থেকে দীঘার উদ্দেশে রওনা দেবে এই সরকারি বাস। বহরমপুরের বাসটি দীঘা থেকে ছাড়বে সকাল ৮টা ২৫ মিনিটে। যা ডানলপ, এয়ারপোর্ট হয়ে বহরমপুর পৌঁছবে বিকেল ৪টেয়। বর্তমানে দীঘা ডিপো থেকে প্রায় ৮০-৯০টি সরকারি বাস বিভিন্ন রুটে চলাচল করে। আগামী দিনে তা বাড়িয়ে ১১০টি সরকারি বাস দীঘা থেকে বিভিন্ন রুটে চালানোর পরিকল্পনা রয়েছে পরিবহণ দপ্তরের। পরিবহণমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। সেই আকর্ষণে এখন বহু মানুষ দীঘায় বেড়াতে আসবেন। আগামীদিনে এখানে আরও বাস সার্ভিস বাড়ানো হবে। তাই দীঘা থেকে তারাপীঠ ও বহরমপুর রুটের বাস চালু করা হল। এতে দুই জেলার বহু মানুষের সুবিধা হবে।-নিজস্ব চিত্র