আমতায় চুরি হওয়া রাধাকৃষ্ণের বিগ্রহ সহ একাধিক সামগ্রী উদ্ধার পুলিসের
বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: রাতের অন্ধকারে একটি বেসরকারি নার্সিং হোম চত্বরে থাকা মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নার্সিং হোম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আমতা থানার পুলিস তদন্তে নেমে চুরি যাওয়া বিগ্রহ সহ বিভিন্ন মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পুলিস। আমতা থানার পুলিস মনোজ ঘোড়াই ওরফে পুষ্প এবং মলয় সামন্ত নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
হাওড়া গ্রামীণ জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা আমতা থানা এলাকার একটি বেসরকারি নার্সিং হোম চত্বরে থাকা মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ চুরি করে চম্পট দেয়। বুধবার নার্সিং হোম কর্তৃপক্ষ আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিস তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি বিগ্রহ সহ বিভিন্ন জিনিস উদ্ধার করে। হাওড়া গ্রামীণ জেলা পুলিস সূত্রে খবর, রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও আমতা থানার গগন হরিতলা বজরংবলি মন্দির থেকে চুরি যাওয়া একটি গদা ও একটি ঘট এবং চন্দ্রপুর পানপুর সিদ্ধেশ্বরী কালীমন্দির থেকে চুরি যাওয়া একটি ঘট উদ্ধার করা হয়েছে। নিজস্ব চিত্র