নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে আগামী ২ মে, শুক্রবার। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটি সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ৯টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে জানা যাবে রেজাল্ট। ওই দিনই সকাল ১০টার পর ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মার্কশিট বিলি করবে পর্ষদ। অনলাইনে ফল দেখা যাবে পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে, www.result.wbbsedata.com। এছাড়াও ১৪টি বেসরকারি ওয়েবসাইট এবং চারটি মোবাইল অ্যাপ রয়েছে। এ বছর মাধ্যমিকের নথিভুক্ত পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন। পরীক্ষা শেষ হওয়ার ৬৮ দিন পর ফল প্রকাশ করা হচ্ছে।