• শিক্ষাকর্মীদের ধর্না অব্যাহত, নতুন করে অবস্থানে টেইন্টেড শিক্ষকরাও, মাধ্যমিকের ফল ঘোষণার বিজ্ঞপ্তি নিয়ে নাটক
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসি আন্দোলনে সরকারের নানাভাবে চাপে। তার ছায়া পড়ছে মাধ্যমিকের ফলপ্রকাশেও। শিক্ষাদপ্তর চাইছিল, দ্রুত ফলপ্রকাশের বিষয়টি মিটিয়ে ফেলতে। প্রয়োজনে এপ্রিলেই প্রকাশের চাপ ছিল। তবে, শেষ পর্যন্ত সেটা ২ মে করা হয়েছে। আর বৃহস্পতিবার সরকারিভাবে ফল ঘোষণার আগে পর্ষদের অ্যাড হক কমিটির নিয়মমাফিক বৈঠক পর্যন্ত করা যায়নি। কয়েকদিন ধরেই পর্ষদ অফিস চাকরিহারা শিক্ষাকর্মীরা অবরুদ্ধ করে রাখায় মার্কশিটের কাগজপত্রও দু’দিন বেরতে পারেনি। ফলে, কিছু এলাকার মার্কশিট ছাপতে গিয়েছে একেবারে শেষ মুহূর্তে।

    বাধা পেয়ে পর্ষদের শীর্ষ আধিকারিকরা পর্ষদের বাইরে থেকে কাজ করতে বাধ্য হয়েছেন। ২ মে ফলপ্রকাশের বিষয়টিও পর্ষদ এদিন সরকারিভাবে ঘোষণা করেছে বিভিন্ন মহল থেকে খবর ছড়িয়ে পাওয়ার পরে। তাড়াহুড়োয় বিজ্ঞপ্তি ২০২৫ সালের পরিবর্তে ২০২৪ লিখে প্রকাশ করে এসএসসি। পরে তা পরিবর্তন করে। ওয়াকিবহাল মহলের দাবি, চাপে পড়েই এই সিদ্ধান্ত। শিক্ষাকর্মীরা আন্দোলন চালিয়ে যাওয়ারই হুঁশিয়ারি দিয়েছেন। তাই ফলপ্রকাশের দিনও সমস্যার আশঙ্কা রয়েছে। শিক্ষাকর্মীদের বাদ দিয়ে দিনের দিন মার্কশিট বিলি করা বহু স্কুলের কাছেই চ্যালেঞ্জ। এদিকে, যোগ্য শিক্ষকদের বেশিরভাগই এদিন কাজে যোগ দিয়েছেন। এসএসসি অফিসে প্রতীকী অবস্থানে রয়ে গিয়েছেন হাতেগোনা কিছু শিক্ষক। তাঁদের পাশাপাশি এদিন দুপুর ১২টা নাগাদ এসএসসি ভবনের সামনে অবস্থান শুরু করেন আদালতের রায়ে টেইন্টেড বলে পরিচিত শিক্ষকরা।

    বেশকিছু স্কুলের অভিযোগ, যোগ্যদের তালিকাভুক্ত অনেক শিক্ষকই কোনও দিন সেখানে চাকরি করেননি। আবার কিছু যোগ্য শিক্ষকের নাম বাদ পড়েছে তালিকা থেকে। এই সমস্যার সম্পূর্ণ সমাধানের আগে অবস্থান পুরোপুরি তুলতে নারাজ শিক্ষকরা। সূত্রের খবর, পরবর্তীকালে কাজে যোগ দেওয়া বা কাজে যোগ দিয়েও চাকরি ছেড়ে দেওয়া প্রার্থীদের নাম নিয়েই ভুলভ্রান্তি হয়েছে। তা এসএসসি’র তরফেও আপডেট করা হচ্ছে। এজন্য একদিন সময় নিয়েছে এসএসসি। নাম না-থাকাদের তালিকায় রয়েছেন আন্দোলনের অন্যতম প্রধান মুখ চিন্ময় মণ্ডল।
  • Link to this news (বর্তমান)