নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে এক পাঁচতারা হোটেলের মালিককে কয়েক কোটি টাকার তোলা চেয়ে হুমকির অভিযোগ উঠেছিল ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সদস্য জঙ্গি আমির রেজা খানের বিরুদ্ধে। ২০১০ সালের সেই মামলায় ‘পলাতক’ আমিরের বিরুদ্ধে সম্প্রতি ‘হুলিয়া’ জারির নির্দেশ দেয় কলকাতার এনআইএ’র বিশেষ আদালত। শোনা যায়, ২০২৩ সালে শেষের দিকে আফগানিস্তান সীমান্তে খাইবার‑পাখতুনখোয়া এলাকায় এক এনকাউন্টারে সে মারা গিয়েছিল। এনআইএ’র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ বৃহস্পতিবার জানান, এই মামলায় ইতিমধ্যে একাধিকবার কলকাতার বেনিয়াপুকুরের মফিদুল ইসলাম লেনের বাসিন্দা আমিরের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তাকে খুঁজে না পেয়ে সেই পরোয়ানা কার্যকর করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে হুলিয়া জারি হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই মামলায় ওই জঙ্গিকে ফেরার দেখিয়ে আদালতে চার্জশিটও পেশ করা হয়েছে। এদিকে, এই মামলায় আমিরকে এক মাসের মধ্যে কলকাতার এনআইএ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। সেই মর্মে তদন্তকারী সংস্থার তরফে বৃহস্পতিবার সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালে ২২ জানুয়ারি মার্কিন তথ্য কেন্দ্রে জঙ্গি হানা মামলায় মূল ষড়যন্ত্রকারী ছিল আমির রেজা খান। অভিযোগ উঠেছিল, রাজকোটে এক হীরে ব্যবসায়ী অপহরণ মামলায় পুলিস হেফাজতে থাকাকালে আমিরের ভাই আসিফ চম্পট দেওয়ার সময় সে পুলিসের গুলিতে মারা যায়। তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতেই মার্কিন তথ্যকেন্দ্রে হামলা করা হয়। পাশাপাশি খাদিম কর্তা অপহরণ মামলারও সে ছিল মূল মাস্টার মাইন্ড। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই জঙ্গির কোনও হদিশ না মেলায় এই মামলার বিচারপ্রক্রিয়া ফাইলবন্দি অবস্থায় পড়ে রয়েছে আদালতে।