নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনন্দপুরে এক ব্যবসায়ীর বাড়িতে টাকা ও গয়না লুটের বড়সড় পরিকল্পনা ভেস্তে দিল কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গাড়ি ও বাইকে চড়ে হাওড়া থেকে কলকাতায় আসার পর লালবাজারের হাতে ধরা পড়ে গেল আট দুষ্কৃতী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র, ছুরি, ম্যাপ সহ বিভিন্ন সামগ্রী।
এসটিএফের কাছে খবর আসে, একদল দুষ্কৃতী কলকাতায় ডাকাতির পরিকল্পনা করেছে। বাইপাস লাগোয়া এলাকাই ছিল তাদের টার্গেট। সেখানে কোন কোন ব্যবসায়ীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা মজুত রয়েছে, সে ব্যাপারে খোঁজখবর চালাচ্ছে তারা। এরপরই সক্রিয় হয়ে ওঠেন এসটিএফের অফিসাররা। তাঁরা সূত্র মারফত জানতে পারেন, ইতিমধ্যেই কয়েকজন রেকি করে গিয়েছে। এরপর খোঁজখবর শুরু করেন অফিসাররা। কলকাতা ও লাগোয়া জেলার বিভিন্ন দুষ্কৃতীর গতিবিধিও নজরে রাখা হয়। সেখান থেকেই তথ্য আসে, হাওড়ার এক দুষ্কৃতী এই ‘অপারেশন’-এর পিছনে রয়েছে। সেই মতো বৃহস্পতিবার জনা আটেক দুষ্কৃতী কলকাতায় ঢুকেছে। তাদের সঙ্গে রয়েছে একটি গাড়ি ও বাইক। বিভিন্ন সিগন্যালের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ওই গাড়িটি আনন্দপুর এলাকায় রয়েছে। সঙ্গে থাকা বাইকটিও চিহ্নিত করেন অফিসাররা। সেইমতো এসটিএফের টিম এলাকায় পৌঁছে যায়। ধরা পড়ে ৮ জন। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দু’টি ৭.৬৫ এম এম পিস্তল, একটি দেশি বন্দক, কার্তুজ ও বড় ছুরি। জানা গিয়েছে, ধৃত আটজনই মধ্য ও দক্ষিণ হাওড়ার বাসিন্দা। জেরায় তারা পুলিসকে জানিয়েছে, আনন্দপুরে এক ব্যবসায়ীর বাড়িতে প্রচুর টাকা নগদ ও সোনার গয়না আছে বলে তারা জেনেছে। তাই সেখানে ডাকাতির পরিকল্পনা করে তারা।