• আর জি কর কাণ্ড: দুর্নীতির মামলা থেকে রেহাই চেয়ে আর্জি সন্দীপদের
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলা থেকে অব্যাহতি চেয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ অভিযুক্তরা আবেদন জানালেন আদালতে। বৃহস্পতিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে সেই আর্জির উপর শুনানি হয়। সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বিভিন্ন নথি হাজির করে সওয়াল করেন। তাঁর দাবি, এই প্রাক্তন অধ্যক্ষকে অহেতুক এই মামলায় জড়ানো হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করে মামলার বিচার চলতে পারে না। এদিন ওই শুনানি অসমাপ্ত থাকে। আগামী বুধবার ফের শুনানি হবে। আদালত সূত্রের খবর, সন্দীপ ঘোষের আইনজীবীর সওয়াল শেষ হলে বাকি অভিযুক্তদের আইনজীবীরা সওয়ালে অংশ নেবেন। এদিন প্রেসিডেন্সি জেল থেকেই চলে এই মামলার ভার্চুয়াল শুনানি।
  • Link to this news (বর্তমান)