ওয়াকফ প্রতিবাদ: আবেদনে হস্তক্ষেপ করল না হাইকোর্ট
বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। কিন্তু তাদের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। উল্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, ‘সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী এক সপ্তাহ কোথাও কোনও রাজনৈতিক অনুষ্ঠান না করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।’
আগামী ২৬ এপ্রিল ব্রিগেডে সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই সংগঠন। অভিযোগ, সেনাবাহিনীর সভার অনুমতি দিচ্ছে না। কোনও কারণ না দেখিয়েই আবেদন খারিজ করা হয়েছে বলে অভিযোগ। যার জেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগঠন। যদিও তাদের আর্জিতে হস্তক্ষেপ না করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, নতুন করে আবেদন জানাতে পারে সংগঠনটি। আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করবে সেনাবাহিনী। সিদ্ধান্তের কারণও সংগঠনটিকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। যদিও এদিন সেনাবাহিনীর তরফে জানানো হয়, অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিয়ে সেনাবাহিনী সব সিদ্ধান্তের কারণ সব সময় জানানোর প্রয়োজন হয় না। বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে। সেখানে ৫০ হাজার লোক নিয়ে ব্রিগেডে জমায়েতের কি প্রয়োজন, কোনও বড় সভাগৃহে আলোচনাসভা করা যেতে পারে বলেও সওয়াল দাবি করেন কেন্দ্রের আইনজীবী।